ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

স্বাস্থ্য

বরিশালে বিভাগে একদিনে করোনায় ৯ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
বরিশালে বিভাগে একদিনে করোনায় ৯ জনের মৃত্যু

বরিশাল: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ছয়জন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।

 

একই সময়ে বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৮৭ জন। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ১ হাজার ১০৪ জন।

রোববার (২২ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে তিনজন ও করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।  

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে বরিশালে একজন, ভোলায় একজন, পিরোজপুরে একজন ও বরগুনায় তিনজন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩০ জনে।

একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ১৮৭ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৬২৪ জনে। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ১ হাজার ১০৪ জন, যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩১ হাজার ৬২৬ জন।

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ৭৬ জন নিয়ে ১৭ হাজার ৪৬৯ জন, পটুয়াখালীতে নতুন ১৮ জন নিয়ে ৫ হাজার ৮৫০ জন, ভোলায় নতুন ৪৫ জনসহ ৬ হাজার ১১৭ জন, পিরোজপুরে নতুন ১৫ জনসহ ৫ হাজার ৮৫ জন, বরগুনায় নতুন ২১ জনসহ ৩ হাজার ৬২৮ জন ও ঝালকাঠিতে নতুন ১২ জন নিয়ে ৪ হাজার ৪৭৫ জন রয়েছেন।

এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে তিনজনের ও করোনা ওয়ার্ডে একজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৯৩৮ জন ও করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৩৭৮ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৯৩৮ জনের মধ্যে ৮৪ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রোববার সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ১০ জন ও করোনা ওয়ার্ডে ৩ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১৪৬ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৫২ জন করোনা ওয়ার্ডে ও ৯৪ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। আরটি পিসিআর ল্যাবে ১৮৯ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ২৭ দশমিক ৫১ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।