ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে করোনায় একদিনে ১২ মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
সিলেটে করোনায় একদিনে ১২ মৃত্যু

সিলেট: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদিন বিভাগটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২০০ জন।


 
শনিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক হিমাংশু লাল রায়ের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ১২ জনের ১০ জন সিলেট জেলার এবং আরও দু'জন সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা।  

আর করোনা আক্রান্ত ২০০ জনের মধ্যে রয়েছেন সিলেট জেলায় ১০৬ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৮ ও মৌলভীবাজারে ৪৭ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চার জেলার আরও ৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।
 
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের এপ্রিল থেকে এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে ৯৭২ জনের। শনিবার পর্যন্ত বিভাগে মারা যাওয়াদের মধ্যে সিলেট জেলার ৭০৮ জন, সুনামগঞ্জের ৬৫ জন, হবিগঞ্জের ৪৬ জন এবং মৌলভীবাজারের ৭০ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চার জেলার আরও ৮৩ জন মারা গেছেন।  
 
গত বছরের মার্চ থেকে বিভাগটিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৪১ জন। এ পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৯৯৫ জন।
 
আর হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৪৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৮১ জন, সুনামগঞ্জে ৩৫ জন, হবিগঞ্জে ২৬ জন ও মৌলভীবাজারে ৩৭ জন।
 
এছাড়া বিভাগের চার জেলার আরও ২৫৪ জন রোগী ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। তাদের মধ্যে করোনা পজিটিভ ১৫৯ জন। উপসর্গ নিয়ে ৮৫ জন এবং আইসিইউতে রয়েছেন ১০ জন।
 
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
এনইউ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।