ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ভোলায় আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৭৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
ভোলায় আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৭৯ ...

ভোলা: ভোলায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৯ জন।

সোমবার (১৬ আগস্ট) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

মৃতদের মধ্যে সদরের ২ জন, দৌলতখানে ১ জন ও লালমোহনে ১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় সর্বমোট ৭২ জনের মৃত্যু হলো।

জেলায় এ পর্যন্ত ২৪ হাজার ৯৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩১০টি নমুনা পরীক্ষা করে নতুন ৭৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৮১ জনে। বর্তমানে আক্রান্ত আছেন দুই হাজার ১১১ জন।

ভোলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন তিন হাজার ৫৯৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৫৭ জন। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৮১ জন।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।