ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

স্বাস্থ্য

করোনায়-উপসর্গে বরিশাল বিভাগে ৮ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
করোনায়-উপসর্গে বরিশাল বিভাগে ৮ জনের মৃত্যু ...

বরিশাল: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আট জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় পাঁচ জন ও উপসর্গ নিয়ে তিন জন মারা গেছেন।

একই সময় করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৮৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৮০ জন।

সোমবার (১৬ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে তিনজন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরো তিন জনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ জনের মধ্যে বরিশালে একজন ও ভোলায় চার জন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০০ জনে।

একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ১৮৭ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৩৪২ জনে। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ৮৮০ জন, যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৫ হাজার ১৪৬ জন।

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ৭৭ জন নিয়ে মোট ১৬ হাজার ৯৫৩ জন, পটুয়াখালীতে নতুন ২০ জন নিয়ে মোট পাঁচ হাজার ৬৬৯ জন, ভোলায় নতুন ৭৮ জনসহ মোট পাঁচ হাজার ৭৮৩ জন, পিরোজপুরে নতুন ছয় জনসহ মোট চার হাজার ৯৯৯ জন, বরগুনায় নতুন দুই জনসহ মোট তিন হাজার ৫১৮ জন ও ঝালকাঠিতে নতুন চার জন নিয়ে মোট চার হাজার ৪২০ জন রয়েছেন।

এদিকে, শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে তিন জনের এবং করোনা ওয়ার্ডে দুই জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৯১৭ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৩৬৩ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৯১৭ জনের মধ্যে ৬২ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে নয় জন ও করোনা ওয়ার্ডে ১২ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১৫৬ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৫১ জন করোনা ওয়ার্ডে এবং ১০৫ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৯ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৪৬ দশমিক ৫৬ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।