ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ইউল্যাবে জাতীয় শোক দিবস পালিত

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
ইউল্যাবে জাতীয় শোক দিবস পালিত ...

ঢাকা: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৪ আগস্ট বিকেলে এক ভার্চুয়াল আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদদের স্মরণ ও তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর বাংলাদেশ টেলিভিশন নির্মিত 'বঙ্গবন্ধু বজ্রে তোমার বাজে বাঁশি' তথ্যচিত্রটি প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ও ইউল্যাবের বাণিজ্য অনুষদের অধ্যাপক ড. আব্দুল মান্নান। তিনি বলেন, বিশ্বের ইতিহাসে রাজনৈতিক হত্যাকাণ্ড বা সন্ত্রাসের মাধ্যমে সরকার উৎখাত নতুন কোনো বিষয় নয়, কিন্তু একটি দেশের জন্মদাতা, যিনি জাতির জনক হিসেবে স্বীকৃত, তারই বিশ্বস্ত কিছু মানুষ গভীর ষরযন্ত্রের মাধ্যমে স্বপরিবারে তাঁকে হত্যা করবে এমনটা কখনো হয়নি। স্বাধীন দেশের জন্মদাতাকে হত্যা করা মানে সে দেশটিকে হত্যা করা, সে দেশের ইতিহাসকে হত্যা করা, যা ৭৫ এর ঘাতকরা চেষ্টা করেছিল। তিনি বলেন, বঙ্গবন্ধু যেহেতু একটি আদর্শ অনুভূতির নাম, তাই ঘাতকরা তাদের সে লক্ষ্য পূরণ করতে সফল হয়নি, কেননা আদর্শকে কখনো হত্যা করা যায় না।

জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের ঘটনা নিয়ে স্মৃতিচারণ করেন। তিনি বলেন, যে বঙ্গবন্ধু সারাজীবন দেশের জন্য দিয়ে গেলেন, সেই বঙ্গবন্ধুকে স্বপরিবারে জীবন দিতে হলো। এরচেয়ে কলঙ্কময় অধ্যায় আর কিছু নেই।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তুজা। তিনি বলেন, বঙ্গবন্ধুর বড় দুর্বলতা ছিল তিনি সবাইকে বিশ্বাস করেছেন। তার আস্থা ছিল, এই লোকগুলো কখনো তার কোনো ক্ষতি করবে না। অথচ এই আস্থার মূল্য তাঁকে জীবন দিয়ে দিতে হলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান, ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) মো. ফয়জুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
এফইএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।