ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে একদিনে আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
সিলেটে একদিনে আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৩

সিলেট: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদিন বিভাগটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩৪৩ জন।

 

শনিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক হিমাংশু লাল রায়ের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ১১ জনের মধ্যে রয়েছেন সিলেট জেলার ১০ জন, ও সুনামগঞ্জের একজন।  

এছাড়া করোনা আক্রান্ত ৩৪৩ জনের মধ্যে রয়েছেন সিলেট জেলায় ১৮০ জন, সুনামগঞ্জে ১৮ জন, হবিগঞ্জে ৩০ ও মৌলভীবাজারে ৭৪ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চার জেলার আরও ৪১ করোনা আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের এপ্রিল থেকে অদ্যাবধি সিলেট বিভাগে করোনায় মোট মৃত হয়েছে ৮৮৩ জনের। এর মধ্যে রয়েছেন সিলেট জেলায় ৬৪৪ জন, সুনামগঞ্জে ৬০ জন, হবিগঞ্জে ৪৪ জন, মৌলভীবাজারে ৬৭ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সিলেটের চার জেলার আরও ৬৮ জনের মৃত্যু হয়েছে।

গত বছরের মার্চ থেকে বিভাগটিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৪৫২ জন। এ পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৩৬ হাজার ১৭২ জন। আর হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৪০ জন। এর মধ্যে রয়েছেন সিলেট জেলায় ৪১৩ জন, সুনামগঞ্জে ৫০ জন, হবিগঞ্জে ৪৩ জন ও মৌলভীবাজারে ৩৫ জন।  

এছাড়া বিভাগের চার জেলার আরও ৩১২ জন করোনা রোগী ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। তাদের মধ্যে করোনা পজিটিভ ২০৬ জনের। উপস্বর্গ নিয়ে ৯৩ জন এবং আইসিইউতে রয়েছেন ১৩ জন।  

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।