ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে করোনায় ৮ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
সিলেটে করোনায় ৮ জনের মৃত্যু

সিলেট: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এদিন বিভাগটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৩১ জন।

 

এর আগে বুধবার (১১ আগস্ট) সিলেট বিভাগে সর্বোচ্চ ২২ জন ও বৃহস্পতিবার (১২ আগস্ট) ২১ মৃত্যু হয়।  

শুক্রবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক হিমাংশু লাল রায়ের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া আটজনের মধ্যে সিলেট জেলার ছয়জন, হবিগঞ্জের ও মৌলভীবাজারের একজন রয়েছেন।

করোনা আক্রান্ত ৫৩১ জনের মধ্যে সিলেট জেলার ৩৩৬ জন, সুনামগঞ্জের ৬৪ জন, হবিগঞ্জের ৩৬ ও মৌলভীবাজারের ১০৩ জন রয়েছেন।  

এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চার জেলার আরও ১২ করোনা আক্রান্ত হয়েছেন।
 
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত বছরের এপ্রিল থেকে অদ্যাবধি সিলেট বিভাগে করোনায় মোট মৃত্যু হয়েছে ৮৭৩ জনের। এর মধ্যে সিলেট জেলায় ৬৩৭ জন, সুনামগঞ্জে ৬০ জন, হবিগঞ্জে ৪৪ জন, মৌলভীবাজারে ৬৭ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সিলেটের চার জেলার আরও ৬৫ জনের মৃত্যু হয়েছে।

গত বছরের মার্চ থেকে বিভাগটিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ১০৯ জন। এ পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৬৯৫ জন।

আর হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৩৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩০৭ জন, সুনামগঞ্জে ৫১ জন, হবিগঞ্জে ৪৩ জন ও মৌলভীবাজারে ৩৩ জন।

এছাড়া বিভাগের চার জেলার আরও ৩২৩ জন রোগী ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। তাদের মধ্যে করোনা পজিটিভ ১৯৬ জন। উপসর্গ নিয়ে ১১৪ জন ও আইসিইউতে রয়েছেন ১৩ জন।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।