ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

স্বাস্থ্য

৬ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
৬ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারে অবস্থিত ৬টি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসহ ১টি ব্লাড ব্যাংকের সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারে অবস্থিত ৬টি প্রাইভেট ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ১টি ব্লাড ব্যাংকসহ মোট ৭টি প্রতিষ্ঠানে ২৮ জুলাইয়ে আকস্মিক পরিদর্শনে নানাবিধ অনিয়ম পরিলক্ষিত হয়। প্রাপ্ত অনিয়মের ভিত্তিতে মহাপরিচালকের অনুমোদন সাপেক্ষে ৭টি প্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

বন্ধ প্রতিষ্ঠানগুলো হলো—প্রাইম অর্থপেডিক ও জেনারেল হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা হেলথ কেয়ার হসপিটাল, রিমেডি কেয়ার লিমিটেড, লাইফ কেয়ার জেনারেল হসপিটাল, যমুনা জেনারেল হসপিটাল,  রয়্যাল মাল্টিকেয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগন্সটিক সেন্টার এবং রাজধানী ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
আরকেআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।