ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

স্বাস্থ্য

অক্সিজেন সংরক্ষণে সচেতনতা ক্যাম্পেইন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
অক্সিজেন সংরক্ষণে সচেতনতা ক্যাম্পেইন

ঢাকা: ব্যক্তি পর্যায়ে মেডিক্যাল অক্সিজেনের সংরক্ষণ ও সঠিক ব্যবহারের বিষয়ে সচেতন করতে ‘অক্সিজেন বাঁচান, জীবন বাঁচান’  নামে একটি জনসেবামূলক ক্যাম্পেইন চালু করেছে মেডিক্যাল অক্সিজেন সাপ্লাইয়ার লিন্ডে বাংলাদেশ।

এই ক্যাম্পেইনের আওতায় লিন্ডের স্বাস্থ্যসেবা গ্রাহকদের কাছে ও পার্টনার হাসপাতালগুলোতে সচেতনতামূলক বিভিন্ন উপকরণ বিতরণ করা হবে।

এর মাধ্যমে মেডিক্যাল অক্সিজেন সরঞ্জামের সঠিক ব্যবহার নিয়ে সচেতনতা সৃষ্টি করা হবে। নিজেদের স্বাস্থ্যসেবা গ্রাহকদের প্রয়োজনমতো অতিরিক্ত বাড়তি প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের।  

এই ক্যাম্পেইনের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ব্যক্তিগত মেডিক্যাল অক্সিজেন সরঞ্জাম ব্যবহারকারীদের কাছেও পৌঁছানো হবে। এই ব্যবহারকারীদের মূলত দু’টি বিষয়ে উৎসাহিত করা হবে এসব সরঞ্জাম ব্যবহারের আগে তাদের সঠিক ব্যবহার বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া ও অপ্রয়োজনীয়ভাবে এসব সরঞ্জাম মজুদ করে না রাখা।

দেশে বর্তমানে কোভিড-১৯ মহামারির কারণে এক সংকটপূর্ণ অবস্থা বিরাজ করছে। এ পরিস্থিতিতে জরুরি চিকিৎসা ও জীবন বাঁচানোর ক্ষেত্রে মেডিক্যাল অক্সিজেনের ভূমিকার প্রতি নজিরহীনভাবে সবার দৃষ্টি আকর্ষিত হচ্ছে। মেডিক্যাল অক্সিজেন সরঞ্জামের সঠিক ব্যবহার নিয়ে আমাদের জ্ঞানের ঘাটতিও এ পরিস্থিতিতে প্রকাশিত হয়ে পড়ছে। এতে বিশেষ করে ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি ও মেডিক্যাল অক্সিজেনের অপচয়ের সম্ভাবনা থাকে।

বাংলাদেশ সময়: ১৭২০ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
এসই/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।