ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে একদিনে আরও ৭ মৃত্যু, শনাক্ত ৫৯১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
সিলেটে একদিনে আরও ৭ মৃত্যু, শনাক্ত ৫৯১

সিলেট: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এদিন বিভাগটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৯১ জন।



রোববার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক হিমাংশু লাল রায়ের সই করা প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ৭ জনের মধ্যে সিলেট জেলার ২ জন, সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জ এবং মৌলভীবাজারের একজন করে। এছাড়া করোনা আক্রান্ত ৫৯১ জনের মধ্যে রয়েছেন সিলেট জেলায় ২৮৯ জন, সুনামগঞ্জে ৭১ জন, হবিগঞ্জে ৪২ ও মৌলভীবাজারে ১৮৮ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চার জেলার আরও একজন করোনা আক্রান্ত হয়েছেন।  

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের এপ্রিল থেকে অদ্যাবধি সিলেট বিভাগে করোনায় মোট মৃত হয়েছে ৭৮৮ জনের। এর মধ্যে রয়েছেন সিলেট জেলায় ৫৯০ জন, সুনামগঞ্জে ৫৮ জন, হবিগঞ্জে ৩৯ জন, মৌলভীবাজারে ৬৩ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সিলেটের চার জেলার আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে।  

গত বছরের মার্চ থেকে বিভাগটিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ১৬২ জন। এ পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৬০ জন। আর হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৯৭ জন। এর মধ্যে রয়েছেন সিলেট জেলায় ৩৫৮ জন, সুনামগঞ্জে ৬১ জন, হবিগঞ্জে ৪৮ জন ও মৌলভীবাজারে ৩০ জন। এছাড়া বিভাগের চার জেলার আরো ২৮৭ জন রোগী ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। তাদের মধ্যে করোনা পজিটিভ ১৫৬ জন। উপসর্গ নিয়ে ১২২ জন এবং আইসিইউতে রয়েছেন ৯ জন।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।