ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

স্বাস্থ্য

গণটিকার প্রথম ধাপে ফেনীর মানুষ পাবেন ৩১ হাজার ডোজ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০২১
গণটিকার প্রথম ধাপে ফেনীর মানুষ পাবেন ৩১ হাজার ডোজ  গণটিকার প্রথম ধাপে ফেনীর মানুষ পাবেন ৩১ হাজার ডোজ 

ফেনী: ফেনীতে গণটিকার প্রথম ধাপে ৩১ হাজার ডোজ পাবেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।  

শনিবার (০৭ আগস্ট) সকালে বৃষ্টি উপেক্ষা করে টিকা নিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মধ্য দিয়ে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন সাধারণ মানুষ।

 

ফেনী পৌরসভার সহযোগিতায় গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল-উল হাসান, জেলা সিভিল সার্জন রফিকুস সালেহিন, ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়া মিয়াজী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব চৌধুরীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

জেলা সিভিল সার্জন জানান, গণটিকার প্রথম ধাপে জেলার ৬৩টি কেন্দ্রে ৩১ হাজার ডোজ টিকা দেওয়া হবে।

ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী জানান, বৃষ্টিকে উপেক্ষা করে প্রত্যেকের স্বতঃস্ফূর্তভাবেই টিকা নেওয়ার জন্য এসেছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক মানুষের টিকা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছেন। আমরাও সেই কাজে সহযাত্রী।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২১ 
এসএইচডি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।