ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

স্বাস্থ্য

না.গঞ্জে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০২১
না.গঞ্জে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২৩০

নারায়ণগঞ্জ: গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হয়েছেন ২৩০ জন।

 

বুধবার (৪ জুলাই) জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯০৩টি। এনিয়ে নারায়ণগঞ্জে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪৯৬ জনের। আর এ পর্যন্ত মারা গেছেন ২৬৬ জন।

নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ৭০ জন, আড়াইহাজার উপজেলায় ২৪ জন, বন্দর উপজেলায় ৩১ জন, রূপগঞ্জ উপজেলায় ৪০ জন, সদর উপজেলায় ৪৩ জন ও সোনারগাঁ উপজেলায় ২২ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন আরও ৩১২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭ হাজার ২৬২ জন।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।