ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ঠাকুরগাঁওয়ে করোনায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
ঠাকুরগাঁওয়ে করোনায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন আক্রান্ত হয়েছেন আরো ৭৭ জন।

এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১৬৫ জনে দাঁড়িয়েছে।

বুধবার (২৮ জুলাই) সকালে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এর তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন মাহফুজার বলেন, ২৪ ঘণ্টায় জেলায় ২৬০টি নমুনা পরীক্ষা করে ৭৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে জেলায় পাঁচ জনের মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত ৫ হাজার ৮১৬জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ২১২ জন ও মৃত্যুবরণ করেছেন ১৬৫ জন।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।