ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

স্বাস্থ্য

তেঁতুলিয়ায় অক্সিজেন ব্যাংক উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০২১
তেঁতুলিয়ায় অক্সিজেন ব্যাংক উদ্বোধন

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করোনায় আক্রান্ত রোগীদের জরুরি প্রয়োজনে অক্সিজেন সেবা পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়েছে।  

রোববার (২৫ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার সাতটি ইউনিয়নের চেয়ারম্যানদের মাঝে এই অক্সিজেন সিলিন্ডার ও পালস অক্সিমিটার বিতরণ করে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা করোনা প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এ অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাশেমসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।