ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সিরাজগঞ্জে অক্সিজেন সিলিন্ডার দিল চেম্বার অব কমার্স

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০২১
সিরাজগঞ্জে অক্সিজেন সিলিন্ডার দিল চেম্বার অব কমার্স

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসার্থে  জেলা স্বাস্থ্য বিভাগকে ১০টি অক্সিজেন সিলিন্ডার ও ২টি অক্সিজেন কনসেন্টর সরবরাহ করেছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।  

রোববার (২৫ জুলাই) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে উপস্থিত হয়ে সিভিল সার্জন ডা. রামপদ রায়ের কাছে এসব সিলিন্ডার ও কনসেন্টর হস্তান্তর করেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য।

একইসঙ্গে সাড়ে ১২ হাজার পিস মাস্ক হস্তান্তর করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন- চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট ইসহাক আলী, অ্যাডভোকেট আব্দুল হাকিম, পরিচালক সাংবাদিক নূরুল ইসলাম বাবু, গোলাম মোস্তফা, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসূফ জুয়েল, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, যুগ্ম-সম্পাদক আব্দুল মজিদ সরকার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।