ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

স্বাস্থ্য

স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় কিশোরগঞ্জে ৫৫ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় কিশোরগঞ্জে ৫৫ জনকে জরিমানা ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় কিশোরগঞ্জের ভৈরব ও পাকুন্দিয়া উপজেলায় ৫৫ জনকে ৩৬ হাজার ১৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৩ জুলাই) দিনব্যাপী ওই দুই উপজেলার বিভিন্ন স্থানে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

নেতৃত্ব দেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা এবং পাকুন্দিয়ার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান।  

ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করেন ভৈরব ও পাকুন্দিয়া থানা পুলিশ সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলমের নির্দেশে শুক্রবার দিনব্যাপী ভৈরব ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন স্থানে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি লঙ্ঘন, মাস্ক পরিধান না করে অপ্রয়োজনে বের হয়ে ঘোরাফেরা করা ও দোকান-পাট খোলা রাখার অপরাধে ভৈরবে ২৯ জনকে ২৭ হাজার ১০০ টাকা জরিমানা করেন ইউএনও লুবনা ফারজানা।  

এদিকে, একই সব অপরাধে পাকুন্দিয়ায় ২৬ ব্যক্তিকে ৯ হাজার ৫০ টাকা জরিমানা করেন ইউএনও একেএম লুৎফর রহমান।

এছাড়া অভিযানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।  

ইউএনও লুবনা ফারজানা এবং ইউএনও একেএম লুৎফর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।