ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

নীলফামারীতে করোনায় ৫ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
নীলফামারীতে করোনায় ৫ জনের মৃত্যু

নীলফামারী: করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নীলফামারীতে নতুন করে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। নীলফামারী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চারজন ও সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে এক জনের মৃত্যু হয়।

সোমবার (১৯ জুলাই) বিকেলে নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মেজবাহুল ইসলাম চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

করোনায় মৃতরা হলেন- নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী গ্রামের মমতাজ উদ্দিন (৭০), জেলা শহরের উকিলপাড়া্র আজির উদ্দিন (৫৬), জেলা শহরের মধ্যহাড়োয়ার চন্দ্র কিশোর রায় (৭২), জলঢাকা উপজেলার গোলনার কচুরাম (৪০) ও সৈয়দপুর উপজেলায় আব্দুল করিম (৬৫) নামে এক মারা গেছেন।

ডা. মো. মেজবাহুল ইসলাম চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ৩১০ নমুনায় নীলফামারীতে নতুন করে ৬৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৫৬ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ২০০ জন। মোট মৃত্যুবরণ করেছেন ৫৩ জন।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।