ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

স্বাস্থ্য

টিকা না নিলে পশুর হাটে যাবেন না: স্বাস্থ্য অধিদফতর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০২১
টিকা না নিলে পশুর হাটে যাবেন না: স্বাস্থ্য অধিদফতর

ঢাকা: দরজায় কড়া নাড়ছে আসন্ন ঈদুল আজহা। ফলে জমে উঠেছে কোরবানির পশুর হাট।

তবে কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি লঙ্ঘন হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। যারা টিকা নেননি তাদের পশুর হাটে না যাওয়ার অনুরোধ করেছে সংস্থাটি।

রোববার (১৮ জুলাই) ভার্চ্যুয়াল বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ অনুরোধ জানান।

মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য ক্রেতা-বিক্রেতা প্রত্যেককেই সঠিক নিয়মে নাক-মুখ ঢেকে মাস্ক পরতে হবে। ক্রেতাদের হাটে প্রবেশ করার আগে এবং বের হওয়ার সময় ও বিক্রেতাদের হাটে অবস্থান করার সময় প্রয়োজন অনুযায়ী সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে। আর ক্রেতারা তিন ফুট দূরত্ব বজায় রাখবেন।

তিনি বলেন, শিশু, বৃদ্ধ ও অসুস্থ বিশেষ করে যারা অন্য রোগে আক্রান্ত পশুর হাটে যাওয়া থেকে আমরা তাদের নিরুৎসাহিত করতে চাই। যারা টিকা নেননি তাদেরও নিরুৎসাহিত করতে চাই।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০২১
এমআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।