ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় ১১৩ জনে করোনা শনাক্ত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১
মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় ১১৩ জনে করোনা শনাক্ত প্রতীকী ছবি।

মৌলভীবাজার: মৌলভীবাজারে থামছে না করোনা ভাইরাসের সংক্রমণ। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

ইতোমধ্যেই মৃত্যুবরণ করেছেন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ। জেলার প্রতিটি উপজেলাতেই করোনার প্রাদুর্ভাব লক্ষণীয়। প্রতিদিনই নমুনা পরীক্ষায় লোকজনের শরীরে ধরা পড়ছে করোনা ভাইরাস।

শুক্রবার (১৬ জুলাই) মৌলভীবাজার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ২৭৩ জনের নমুনা পরীক্ষা করে ১১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ৪ শতাংশ।

বৃহস্পতিবার এই হার ৪৬ দশমিক ২ শতাংশ ছিল, সেই তুলনায় একদিনের ব্যবধানে সংক্রমণ কিছুটা কমেছে। ২৪ ঘণ্টায় ৪৬ জন সুস্থ হলেও মৃত্যুবরণ করেননি কেউ।

নতুন শনাক্ত ১১৩ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৭৩ জন, রাজনগরে ৪ জন, কমলগঞ্জে ৭ জন, বড়লেখায় ২৪ জন, কুলাউড়ায় ৫ জন রয়েছেন। শ্রীমঙ্গল ও জুড়ীতে নতুন আক্রান্তের সংখ্যা শুণ্য। এ নিয়ে জেলায় ৪ হাজার ৫৪ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।  

এদিকে সুস্থ হওয়া ৪৬ জনের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালের ১১ জন, জুড়ীর ১০ জন, শ্রীমঙ্গলের ১ জন, বড়লেখায় ২২ জন, কুলাউড়ায় ২ জন। এতে জেলায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৯৯ জনে।

জেলায় এখন পর্যন্ত ৪২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ী ৩ এবং সদর হাসপাতালের ২৩ জন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১
বিবিবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।