ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

করোনা উপসর্গ নিয়ে বেড়েছে মৃত্যু, বেশি চট্টগ্রাম বিভাগে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, জুলাই ১১, ২০২১
করোনা উপসর্গ নিয়ে বেড়েছে মৃত্যু, বেশি চট্টগ্রাম বিভাগে

ঢাকা বিশ্ববিদ্যালয়: বাংলাদেশে গত বছরের মার্চ মাসে করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে ২ হাজার ৯৩৯ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে ৭৪২ জন।

 

নিয়মিত গণমাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে বাংলাদেশ পিস অবজারভেটরির (বিপিও) সাপ্তাহিক তথ্যচিত্রে বিষয়টি জানা গেছে।

শনিবার (১০ জুলাই) সংস্থাটির সর্বশেষ গ্রাফ প্রকাশ করে।

সংস্থাটির সর্বশেষ গ্রাফ (৬ জুলাই পর্যন্ত)থেকে জানা যায়, অন্যান্য বিভাগের মধ্যে খুলনায় ৬৬২, রাজশাহী বিভাগে ৫২৪ জন, ঢাকা বিভাগে ৪৬৪ জন, বরিশাল বিভাগে ২৫৩ জন, সিলেট বিভাগে ১০৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯৬ জন ও রংপুর বিভাগে ৯৫ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, জুলাই ১১, ২০২১
এসেকেবি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।