ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

যশোরে করোনা আক্রান্ত ও উপসর্গে আরো ১২ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জুলাই ১০, ২০২১
যশোরে করোনা আক্রান্ত ও উপসর্গে আরো ১২ জনের মৃত্যু

যশোর:  যশোরে গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গে ১২ জন মারা গেছেন। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়।

এছাড়া প্রাণঘাতী রোগটির উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুইজন।  

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।  

এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৩১ জনের নমুনা পরীক্ষা করে ২৫১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়লো ১৫ হাজার ১৬১ জনে।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে আজ ভর্তি রয়েছেন ১৭৮ জন। ইয়েলো জোনে আছেন ৬৪ জন। গত ২৪ ঘণ্টায় রেড জোনে ভর্তি হয়েছেন ৩১ এবং ইয়েলো জোনে ৪৫ জন।  

যশোর সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পারসন ডা. রেহনেওয়াজ বাংলানিউজকে বলেন, যশোরে গত ২৪ ঘণ্টায় ৬৩১ জনের নমুনা পরীক্ষা করে ২৫১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে, যশোর সদর উপজেলায় ১৬৪ জন, ঝিকরগাছায় ২৫ জন, মনিরামপুরে ২০ জন, বাঘারপাড়ায় ৪ জন, শার্শায় ৯ জন ও চৌগাছায় ১৭ জন রয়েছেন। এ দিন শনাক্তের হার ৩৯.৭৭। একই সময়ে জেলায় করোনায় আক্রন্ত হয়ে মারা গেছেন আরো ১০ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছে ২ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে একলাফে দাঁড়ালো ২১২ জনে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জুলাই ১০, ২০২১
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।