ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সৈয়দপুর হাসপাতালে করোনা রোগীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, জুলাই ৯, ২০২১
সৈয়দপুর হাসপাতালে করোনা রোগীর মৃত্যু

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিংসাধীন অবস্থায় করোনা আক্রান্ত মতিয়ার রহমান (৭৫) নামে এক রোগী মারা গেছেন। এনিয়ে সৈয়দপুরে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৫ জনে।

 

বৃহস্পতিবার (৮ জুলাই) রাত ১১টার দিকে তিনি মারা যান বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

মতিয়ার রহমানের বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলার রামঙাঙ্গায়। তিনি গত কয়েকদিন ধরে শহরের নিম বাগান এলাকায় ছেলের বাসায় অবস্থান করছিলেন।  

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ওমেদুল হাসান জানান, করোনা আইসোলেশন সেন্টারে ১০ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে মতিয়ার রহমান বৃহস্পতিবার রাতে মারা যান। গত ৬ জুলাই তিনি করোনার উপসর্গ নিয়ে ভর্তি হন। পরদিন রেপিড এনিজেন টেস্টে তার করোনা পজেটিভ আসে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জুলাই ০৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।