ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

রংপুর বিভাগে করোনা শনাক্তের হার ৪২ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জুলাই ৭, ২০২১
রংপুর বিভাগে করোনা শনাক্তের হার ৪২ শতাংশ

রংপুর: উত্তরের বিভাগ রংপুরে করোনা শনাক্তের হার বেড়েই চেলেছে। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে প্রায় ৪২ শতাংশ।

এছাড়াও  গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (০৭ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য জানান।

গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁওয়ে চারজন, দিনাজপুরের তিনজন, রংপুরের দুইজন, লালমনিরহাটে দুইজনসহ নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রামের একজন করে মৃত্যু হয়েছে।  

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, রংপুর বিভাগে নতুন করে ৫৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরের ১১১, ঠাকুরগাঁওয়ের ১০৮, রংপুরের ৯২, গাইবান্ধার ৬২, কুড়িগ্রামের ৫৯, নীলফামারীর ৫২, পঞ্চগড়ের ৪৫ ও লালমনিরহাট জেলার ৪২ জন রয়েছে। শনাক্তের হার ৪১.৮০ শতাংশ যা প্রায় অর্ধেক। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৪ জন।

মঙ্গলবার (০৬ জুলাই) বিভাগের আট জেলার এক হাজার ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৫৭১ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়। একই সময়ে বিভাগের হিলি ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও চারজন দেশে ফিরেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জুলাই ০৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।