ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

খুলনার তিন হাসপাতালে করোনায় মৃত্যু ৯

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, জুলাই ৩, ২০২১
খুলনার তিন হাসপাতালে করোনায় মৃত্যু ৯

খুলনা: প্রাণঘাতি করোনায় খুলনার পৃথক তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ জনের মৃত্যু হয়েছে।  

শনিবার (৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া ৯ জনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে চারজন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে।

করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চারজন রোগীর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- ডুমুরিয়ার মোশাররফ সরকার (৬৩), সাতক্ষীরার শ্যামনগরের সুবণা রানি মন্ডল (৫৬), যশোরের মো. শরিফুল ইসলাম (৪২) ও সোনাডাঙ্গার আরাফাত প্রকল্পের নাজমা বেগম (৪৪)।  

জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে যশোরের আলেয়া বেগম (৬৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।

বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার ফুলতলার বিবেক কুন্ডু (৪৯), সোনাডাঙ্গার মনচুরা বেগম (৫৩), রূপসার আব্দুল মান্না সরদার (৬০) ও বাগেরহাটের চিতলমারীর আওয়াল সিকদার (৭০)।  হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন আরও ১২০ জন, এরমধ্যে এইচডিইউতে আছেন চারজন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৭ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, জুলাই ০৩, ২০২১
এমআরএম/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।