ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

খাগড়াছড়িতে সংক্রমণের হার ৩৩.৫৩ শতাংশ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ২, ২০২১
খাগড়াছড়িতে সংক্রমণের হার ৩৩.৫৩ শতাংশ 

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে নতুন করে রেকর্ড সংখ্যক করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়ে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১৪৩ জনের মধ্যে ৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন ৪৮ জনের মধ্যে মাটিরাঙ্গায় ৫ জন, রামগড়ে ১ জন, মানিকছড়িতে ৩ জন এবং সদরে ৩৯ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩৩.৫৩ শতাংশ।

চলতি মাসের প্রথম দুই দিনে মোট ২৩৮ জনের নমুনা সংগ্রহ করে ৮৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৬.৫৫ শতাংশ। বর্তমানে ২৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ১৪ জন আক্রান্ত এবং ১৪ জন করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জুলাই ০২,২০২১
এডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।