ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

মাগুরায় ২৫০ শয্যা হাসপাতালে যোগ হলো ৪টি হাই ফ্লো নেজাল ক্যানোলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জুলাই ২, ২০২১
মাগুরায় ২৫০ শয্যা হাসপাতালে যোগ হলো ৪টি হাই ফ্লো নেজাল ক্যানোলা ...

মাগুরা: মাগুরায় ২৫০ শয্যা সদর মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো চারটি হাই ফ্লো নেজাল ক্যানোলা যোগ হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে হাই ফ্লো নেজাল ক্যানোলার সংখ্যা হলো ছয়টি।

 

শুক্রবার (০২ জুলাই) সকালে সদর হাসপাতালের আরএমও বিকাল শিকদারের কাছে এ হাই ফ্লো নেজাল ক্যানোলা হস্তান্তর করা হয়।

করোনা রোগীর সংখ্যা অতিমাত্রায় বৃদ্ধি পাওয়া হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছিলেন বিষয়টি মাগুরা-১ আসনের সংসদ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি জানতে পেরে দুইটি ও জেলা পরিষদ দুইটি হাই ফ্লো নেজাল ক্যানোলার ব্যবস্থা করেন।  

মাগুরা জেলা সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান বলেন, যে সমস্ত রোগীর শ্বাসকষ্ট বেশি হচ্ছে সেই সব রোগীকে হাই ফ্লো নেজাল ক্যানোলা দিয়ে অক্সিজেন সরবরাহ করা হয়। অন্যান্য জেলার চেয়ে মাগুরা জেলায় কোভিড রোগীর সংখ্যা বেশি। আমাদের পাশের জেলা নড়াইল সেখানে হাই ফ্লো নেজাল ক্যানোলা একটিও নেই। সেখানে আমাদের মাগুরাতে ছয়টি সংযুক্ত করা হয়েছে। তবে রোগীর সংখ্যা যদি বেড়ে যায় এর চেয়ে বেশি লাগতে পারে।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুলাই ০২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।