ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ভ্যাকসিন নিয়েও দ্বিতীয়বার করোনায় আক্রান্ত এমপি আবু জাহির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জুলাই ২, ২০২১
ভ্যাকসিন নিয়েও দ্বিতীয়বার করোনায় আক্রান্ত এমপি আবু জাহির মো. আবু জাহির

হবিগঞ্জ: দ্বিতীয়বার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। দুই ডোজ ভ্যাকসিন নেওয়ার পরও তিনি করোনায় আক্রান্ত হলেন।


 
শুক্রবার (২ জুলাই) দুপুরে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএ) সুদীপ দাস বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। সুদীপ দাস নিজেও প্রথমবার করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন।
 
জানা গেছে, এমপি আবু জাহির শনিবার (২ জুলাই) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে যোগ দেওয়ার আগে বৃহস্পতিবার নমুনা দিয়েছিলেন। শুক্রবার তিনি করোনা পজিটিভ হয়েছেন বলে সংসদ থেকে জানানো হয়েছে। এখন তিনি ন্যাম ভবনের বাসায় আইসোলেশনে রয়েছেন।
 
এমপি আবু জাহির গত বছরের ২৫ অক্টোবর প্রথমবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে ঢাকার সম্মিলিত সামারিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি তিনি ভ্যাকসিনের প্রথম ডোজ ও এরপর নির্ধারিত সময়ে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জুলাই ০২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।