ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

টিকার দাবিতে কুর্মিটোলা হাসপাতালে প্রবাসীদের বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, জুলাই ১, ২০২১
টিকার দাবিতে কুর্মিটোলা হাসপাতালে প্রবাসীদের বিক্ষোভ

ঢাকা: টিকার দাবিতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেছেন প্রবাসী কর্মীরা। তবে কর্তৃপক্ষ বলেছে সবাইকে নিয়ম অনুযায়ী টিকা দেওয়া হবে।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ১১টার দিকে দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি কর্মী কুর্মিটোলা হাসপাতালে টিকার দাবিতে বিক্ষোভ করেন।

এ ব্যাপারে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বাংলানিউজকে বলেন, আনুমানিক দুই থেকে আড়াইশ বিদেশগামী লোকজন টিকা নিতে কুর্মিটোলা হাসপাতাল আসেন। সেখানে টিকা দিতে বিলম্ব হওয়ায় তারা বিক্ষোভ করেন। কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে নিয়ম অনুযায়ী সবাইকে টিকা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, জুলাই ০১, ২০২১
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।