ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেকের আইসিইউ সব সময় করোনারোগীতে পরিপূর্ণ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জুন ২৯, ২০২১
ঢামেকের আইসিইউ সব সময় করোনারোগীতে পরিপূর্ণ 

ঢাকা: ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালে ওয়ার্ডে ওয়ার্ডে করোনা রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা আছে। জেনারেল আইসিইউ ছাড়াও শুধু করোনারোগীর জন্য বার্ন ইউনিটে আছে ২০ বেডের আইসিইউ।

 সংক্রমণে ঊর্ধ্বগতির জন্য সব সময় আইসিইউ পরিপূর্ণ থাকে।

ঢামেকের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বাংলানিউজকে একথা বলেন।

নতুন ভবনের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ বেডের আইসিইউ শিগগিরই উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।  

তিনি বলেন, আইসিইউ সব সময় পরিপূর্ণ থাকায় কোনো রোগীর আইসিইউ দরকার হলে সেটা ব্যবস্থা করতে একটু সময় লাগে। কারণ একটা রোগীকে নামিয়ে আরেকটা রোগীকে তো আইসিইউতে রাখা যায় না।

‘এছাড়া হাসপাতালে সব রকমের ওষুধ পর্যাপ্ত মজুদ আছে। রোগীদের প্রয়োজন অনুযায়ী প্রায় সব ওষুধ দেওয়া হচ্ছে। এখন করোনা ঊর্ধ্বগতির কারণে রোগীর সংখ্যা বাড়ছে। তবে ঢামেকে করোনা রোগীদের জন্য এখনও অনেক বেড খালি আছে। আমরা রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকি এবং সর্বোত্তম সেবা দেই। ’

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ২৯, ২০২১
এজেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।