ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

নিয়ম-নীতি মেনেই দেশে টিকা উৎপাদন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জুন ২৭, ২০২১
নিয়ম-নীতি মেনেই দেশে টিকা উৎপাদন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা: নিয়মনীতি পালন বা স্টেপগুলোর যে পর্যন্ত না কমপ্লিট না করে এখানে টিকা উৎপাদন করতে পারবে না। আমরাও আমাদের জনগণকে দিতে পারবো না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।


 
রোববার (২৭ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সঙ্গে অধীন দপ্তর-সংস্থাগুলোর বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা বলেন।
 
বাংলাদেশে টিকা উৎপাদনের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা উৎপাদনের বিষয়ে আমরা নীতিগতভাবে ইডিসিএলকে (অ্যাসেনশিয়াল ড্রাগ লিমিটেড) অনুমতি দিয়েছি। ইডিসিএলকে দায়িত্ব দেওয়া হয়েছে, টিকা উৎপাদনের ব্যবস্থা করার জন্য। এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা যা নির্দেশনা, সহযোগিতা দেওয়া দরকার, সেটা করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, ইডিসিএল টিকা উৎপাদন কার্যক্রম শুরু করবেন। এটা একটু সময়সাপেক্ষ। যত তাড়াতাড়ি পারা যায় আমরা প্রোডাকশনে যাবো, এটাই আমাদের চেষ্টা থাকবে।
 
দেশে কোন টিকা উৎপাদন হবে- প্রশ্নে তিনি বলেন, আমরা উৎপাদন করলে তো বাংলাদেশের টিকাই করবো। আমরা যদি কারো সঙ্গে কোলাবরেশনে যাই, সেটাও আমরা দেখবো। যদি কেউ আমাদের অফার করে তাদের টিকা বাংলাদেশে উৎপাদন করবে তাহলে প্রাইভেট কোম্পানি আছে, তারা সেখানে উৎপাদন করতে পারবে। সেই ফ্যাসিলিটি আমাদের নেই, প্রাইভেট কোম্পানিগুলোর আছে। সেটা আমাদের নীতিগতভাবে অনুমোদন দেওয়া আছে।
 
বঙ্গভ্যাক্সের টিকা নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, ওনারাদেরও আমরা সহযোগিতা করছি। টিকা তৈরি করার বিভিন্ন পদক্ষেপ আছে। সেই পদক্ষেপগুলো পার হয়ে এলেই ওনারা টিকা উৎপাদন করতে পারবেন। কিন্তু আন্তর্জাতিক যে নিয়মনীতি আছে, ডাব্লিউএইচও’র যে নিয়মনীতি আছে টিকা উৎপাদন করার সেই নিয়মনীতিগুলোর পরিপালন করে তারা এলেই টিকা উৎপাদন করতে পারবে, দেশবাসীকে দিতে পারবে।
 
তিনি বলেন, টিকা কার্যক্রম আমাদের বন্ধ রাখতে হয়েছিল। ইনশাআল্লাহ আগামীতে বন্ধ রাখতে হবে না। টিকা কার্যক্রম ইনশাআল্লাহ চলমান থাকবে।
 
টিকা আনার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মর্ডানার টিকা আমরা ২৫ লাখ পাচ্ছি। সেটা অল্প দিনেই চলে আসবে। এক্ষেত্রে আমাদের যে সিদ্ধান্ত দেওয়ার বিষয় ছিল, সেটা আমরা দিয়ে দিয়েছি। চায়না থেকে টিকা আমরা তাড়াতাড়ি পেয়ে যাবো আশা রাখি। আগামী মাসেও চায়নার সঙ্গে চুক্তি অনুযায়ী হয়তো আমরা টিকা পেতে থাকবো। কোভ্যাক্স থেকেও আমরা টিকা পেতে থাকবো। রাশিয়ার সঙ্গেও হয়তো আমরা চুক্তি সমাপ্ত করতে পারবো।
 
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জুন ২৭, ২০২১
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।