ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

বরিশালে ২৪ ঘণ্টায় শনাক্ত ১৫০, মৃত্যু ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, জুন ২৭, ২০২১
বরিশালে ২৪ ঘণ্টায় শনাক্ত ১৫০, মৃত্যু ৮

বরিশাল: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ১৮ জন।

এছাড়া একই সময়ে বরিশাল জেলায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ২৯৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর।

এদিকে গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৭ হাজার ১৮ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৮২৬ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ৫৪ জন নিয়ে ৭ হাজার ৫৬৯ জন, পটুয়াখালী জেলায় নতুন ৭ জন নিয়ে ২ হাজার ৪২৬ জন, ভোলা জেলায় নতুন ৭ জনসহ ২ হাজার ২৫ জন, পিরোজপুর জেলায় নতুন ৩১ জন নিয়ে ২ হাজার ৩৩ জন, বরগুনা জেলায় নতুন ১৭ জন নিয়ে আক্রান্ত ১ হাজার ৩৭৭ জন ও ঝালকাঠি জেলায় নতুন ৩৪ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮৮ জনে

এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জে খান স্বপন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রোববার (২৭ জুন) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩০ জন ও করোনা ওয়ার্ডে ২ জন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি ৭ জনের মৃত্যু হয়েছে। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১০৬ জন রোগী চিকিৎসাধীন। যাদের মধ্যে ২২ জনের করোনা পজিটিভ ও ৮৪ জন আইসোলেশনে। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৮ জন করোনা পরীক্ষা করান। যার মধ্যে ৪৫.৮০ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

বরিশাল বিভাগে সর্বপ্রথম ২০২০ সালের ৯ মার্চ পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।  

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, জুন ২৭, ২০২১
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।