ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

বগুড়ায় একদিনে ৩ জনের মৃত্যু, শনাক্ত ৫৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, জুন ২৬, ২০২১
বগুড়ায় একদিনে ৩ জনের মৃত্যু, শনাক্ত ৫৬

বগুড়া: বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমছেই না। গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে।

এ সময়ের মধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬৫ জন। সুস্থ হয়েছেন ৪৬ জন।

শনিবার (২৬ জুন) দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় মৃতরা হলেন- নওগাঁর আব্বাসউদ্দিন (৭০), পারভীন (৫০) ও জয়পুরহাটের আসাদুজ্জামান (৬৫)।  

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বাংলানিউজকে জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার মোট ২৩২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫০ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১১টি নমুনার মধ্যে ছয়জনসহ মোট ৫৬ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে বগুড়ায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৩২ জনে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৯০ জন। এছাড়া নতুন তিনজনসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭১ জনে। বর্তমানে করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন ৫৭১ জন।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, জুন ২৬, ২০২১
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।