ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে দু’দিনে ৭ জনের মৃত্যু, আশঙ্কজনক অবস্থায় ১৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জুন ২৫, ২০২১
সিলেটে দু’দিনে ৭ জনের মৃত্যু, আশঙ্কজনক অবস্থায় ১৪

সিলেট: করোনার ভয়াবহতা যেন ক্রমশ দেখতে পাচ্ছে সিলেটবাসী। প্রতিদিন আক্রান্তের সঙ্গে মৃত্যুও বাড়ছে।

গত দু’দিনে সাতজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তিনজন।
 
এ নিয়ে বিভাগজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৯ জনে। একই সঙ্গে শনাক্ত হয়েছেন ১৫৫ জন। এ নিয়ে বছরাধিককালে ২৪ হাজার ৮০৭ জনের করোনা পজিটিভ হলো বিভাগে। পক্ষান্তরে সুস্থ হয়েয়েন ২৩ হাজার ১৪১ জন।  

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।    

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের একজন সিলেটের। অন্য দু’জন সুনামগঞ্জ ও মৌলভীবাজারের। তাছাড়া আগের দিন (২৪ জুন) মারা যাওয়া চারজনই সিলেট জেলার বাসিন্দা। আর গত বছরের এপ্রিল থেকে এ যাবত করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে সবচেয়ে বেশি সিলেট জেলার ৩৭৫ জন, সুনামগঞ্জে ৩১ জন, হবিগঞ্জে ১৯ জন ও মৌলভীবাজারের ৩৪ জন রয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত আক্রান্ত ১৫৫ জনের ৮৯ জনই সিলেট জেলার, মৌলভীবাজার জেলার ৩৬ জন, সুনামগঞ্জের ৫ ও হবিগঞ্জের ৮ জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো ১৭ জন রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট বিভাগে গত এপ্রিল থেকে আক্রান্ত ২৪ হাজার ৮০৭ জনের মধ্যে সিলেট জেলায়ই ১৬ হাজার ৪২৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৯২৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৬২৬ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৮৩০ জন। পক্ষান্তরে সুস্থ হওয়া ২৩ হাজার ১৪১ জনের মধ্যে সিলেট জেলার ১৫ হাজার ৬৬২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮০৯ জন, হবিগঞ্জে ২ হাজার ৯৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৭২ জন রয়েছেন।

এখন পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯১ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। । এর সিলেট জেলায় ২৭৬ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ২ জন, মৌলভীবাজারে আরও ৭ জন।

সিলেটে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুশান্ত মহাপাত্র বাংলানিউজকে বলেন, হাসপাতালটিতে ৯০ জন চিকিৎসাধীন। এরমধ্যে ৪৩ জনের করোনা পজিটিভ। ৪৭ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এবং ১৪ জনকে গুরুতর অবস্থায় আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুন ২৫, ২০২১
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।