ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সাতক্ষীরায় আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ১২২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, জুন ২৪, ২০২১
সাতক্ষীরায় আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ১২২

সাতক্ষীরা: গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে আটজন ও একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

একই সময়ে ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৩ দশমিক ২৬ শতাংশ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার বাংলানিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু ও ১২২ জন আক্রান্ত হয়েছেন।  

সাতক্ষীরা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারীরা হলেন কালিগঞ্জ উপজেলার মনিরা খাতুন (২৭), কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের আজিজুর রহমান (৬০), কয়লা গ্রামের হযরত আলী (৬৪), সাতক্ষীরা সদর উপজেলার হাজিপুর গ্রামের মোশারফ হোসেন (৫৫), শহরের বাড়ানবাড়ি এলাকার মোমেনা (৬৫), চন্দনপুর এলাকার আয়েশা বেগম (৫০), দেবহাটা উপজেলার কুড়া গ্রামের আনার আলী (৬৫) ও ইকরামুল কবীর (৬০)। এছাড়া বেসরকারি হাসপাতালে মারা গেছেন আরও একজন।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জুন ২৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।