ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সাতক্ষীরায় করোনায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ৭৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জুন ২৩, ২০২১
সাতক্ষীরায় করোনায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ৭৭

সাতক্ষীরা: গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে ও করোনার উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতজন করোনার উপসর্গ নিয়ে ও একজন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

একই সময় জেলায় নতুন করে ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন সাতজন ও করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৮১ জনের নমুনা পরীক্ষা করে ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৪০ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জুন ২৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।