ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৪৯, মৃত্যু ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, জুন ২৩, ২০২১
টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৪৯, মৃত্যু ৩ টাঙ্গাইলের মানচিত্র

টাঙ্গাইর: টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে আরো ১৪৯ জন।

শনাক্তের হার ৩৫ দশমিক ২২ শতাংশ।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ৪২৩টি নমুনা পরীক্ষা করে ১৪৯ জন শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনা রোগী ৬ হাজার ৫৪৪ জন। মোট মৃত্যু ১০৪ জন।

এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইল পৌর এলাকা ও কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকায় এক সপ্তাহের ‘লকডাউনে’র ২য় দিনে দুটি পৌর এলাকায় গণ-পরিবহন, রিকশা, ভ্যান, ইজিবাইক, সিএনজিচালিত অটেরিকশাসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ‘লকডাউন’ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান বলেন, টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকার মানুষ যেভাবে ‘লকডাউন’ মেনে চলছে তাতে আশা করা যাচ্ছে সংক্রমণের হার কমে আসবে।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, জুন ২৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।