ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে আরো ৪ জনের মৃত্যু, আক্রান্ত শতাধিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জুন ২২, ২০২১
সিলেটে আরো ৪ জনের মৃত্যু, আক্রান্ত শতাধিক ...

সিলেট: করোনায় সিলেট বিভাগে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। নিহত তিন জনই সিলেট জেলার এবং একজন হবিগঞ্জের।

গত বছরের এপ্রিল থেকে মঙ্গলবার (২২ জুন) পর্যন্ত ৪৫৩ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর মিছিলে সিলেট জেলার ৩৭০ জন, সুনামগঞ্জের ৩০ জন, হবিগঞ্জে ১৯ জন ও মৌলভীবাজারের ৩৩ জন রয়েছেন।

মঙ্গলবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১১৩ জন। এর মধ্যে সিলেট জেলার ৫৯ জন, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ৫ জন, মৌলভীবাজারে ১৮ জন ও সিলেট ওসমানী মেডিক্যালে আরও ২৪ জনের করোনা শনাক্ত হয়।

এ নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৪০৫ জনে। এর মধ্যে সিলেট জেলায় আক্রান্ত ১৬ হাজার ১৫৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৯৭ জন, হবিগঞ্জে ২ হাজার ৫৯২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৬০ জন। পক্ষান্তরে সুস্থ হয়েছেন ২২ হাজার ৮৫৭ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫ হাজার ৪৩২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৯৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৯২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৩৯ জন।

সিলেটে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুশান্ত কুমার মহাপাত্র বাংলানিউজকে বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসিইউতে করোনা আক্রান্ত একজনসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মঙ্গলবার দুপুরে আরো একজন মারা গেছেন।

তিনি বলেন, গত কয়েকদিন থেকে আবারো হাসপাতালে রোগীর চাপ বেড়ে গেছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত ৬৪ রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৩৩ জনের করোনা পজিটিভ এবং ৩১ জন উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় ১৩ জনের চিকিৎসা চলছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৪৭ জন রোগি চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৩৫ জন, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ২ জন, মৌলভীবাজারে আরও ৩ জন।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জুন ২২, ২০২১
এনইউ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।