ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় যশোরে করোনায় মৃত্যু ৬, শনাক্ত ৭৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জুন ২০, ২০২১
২৪ ঘণ্টায় যশোরে করোনায় মৃত্যু ৬, শনাক্ত ৭৩

যশোর: গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় মৃত্যু হয়েছে ছয়জনের।

রোববার (২০ জুন) জেলা সিভিল সার্জন আবু শাহীন বাংলানিউজকে জানান, যশোর জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ডেডিকেটেড ইউনিটে ৮৭ জন রোগী ভর্তি রয়েছেন। পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনায় চিকিৎসা কার্যক্রম বাড়ানো হয়েছে।

তিনি জানান, বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে করোনা রোগী ভর্তি রয়েছেন ১২২ জন। এর মধ্যে রয়েছেন ৮০ শয্যার করোনা ডেডিকেটেড ইউনিটে ৮৭ জন ও ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ডে ৩৫ জন। শনাক্তের এ ঊর্ধ্বগতি রুখতে লকডাউন কার্যকর করতে কাজ করছে জেলা প্রশাসন। সেই সঙ্গে রোগীর চাপ সামাল দিতে নতুন ওয়ার্ড খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

অপরদিকে, স্বাস্থ্যসেবা বাড়াতে নতুন করে ৪৫ শয্যার আরেকটি ওয়ার্ড প্রস্তুত করেছে 
জেলা স্বাস্থ্য বিভাগ। সেই সঙ্গে বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশনের অর্থায়ন ও অবকাঠামোগত সুবিধা নিয়েও চিকিৎসা কার্যক্রমের পরিধি বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন সিভিল সার্জন আবু শাহীন।


স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, জুন মাসের শুরু থেকেই যশোরে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় ১৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ শতাংশ। এ সময়ে মারা গেছেন আরও ছয়জন। এর মধ্যে রয়েছেন যশোর জেনারেল হাসপাতাল করোনা ডেডিকেটেড ইউনিটে একজন, আইসোলেশন ওয়ার্ডে দুইজন ও শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ডেডিকেটেড ইউনিটে একজন ও ঝিকরগাছার দু’জন।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জুন ২০, ২০২১
ইউজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।