ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

বরিশালে করোনা শনাক্ত ছাড়ালো ১৬ হাজার, মৃত্যু ২৯০ 

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জুন ১৫, ২০২১
বরিশালে করোনা শনাক্ত ছাড়ালো ১৬ হাজার, মৃত্যু ২৯০ 

বরিশাল: বরিশাল বিভাগে বিগত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ছাড়ালো।

আর মোট মৃত্যুর সংখ্যা ২৯০ জন বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, নতুন ২৮ জন শনাক্ত নিয়ে এই বিভাগে মোট আক্রান্ত শনাক্ত দাঁড়িয়েছে ১৬ হাজার ১০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ২৬৯ জন।

বরিশাল জেলায় নতুন শনাক্ত ৮ জনসহ মোট ৭ হাজার ২০১ জন, পটুয়াখালীতে নতুন করে কেউ শনাক্ত হয়নি। এই জেলায় এখন পর্যন্ত মোট শনাক্ত ২৩৪৫ জন, ভোলায় নতুন একজন নিয়ে মোট ১৯৭৯ জন, পিরোজপুরে নতুন ৮ জন নিয়ে মোট ১৭৭৭ জন, বরগুনায় নতুন করে কেউ শনাক্ত না হওয়ায় এখন পর্যন্ত মোট শনাক্ত ১৩১৩ জন। এবং ঝালকাঠিতে নতুন ১১ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৩৯৫ জন।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জে. খান স্বপন জানান, বিগত ২৪ ঘণ্টায় (সোমবার) শেবাচিমের করোনা ইউনিটে মোট ১০ জন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি একজন মৃত্যুবরণ করেন। করোনা ওয়ার্ডে এখন ৬০ জন রোগী চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ১৮ জনের করোনা পজিটিভ এবং ৪২ জন আইসোলেশনে রয়েছে। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৮ জন করোনা পরীক্ষা করান। যার মধ্যে ৪ দশমিক ৭৮ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

বরিশাল বিভাগে সর্বপ্রথম ২০২০ সালের ৯ মার্চ পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। তবে বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্য অনুসারে ১১ মার্চ থেকে ২০২১ সালের ১৫ জুন (মঙ্গলবার) পর্যন্ত ৪৬১ দিনে ১৬ হাজার ছাড়ালো আক্রান্তের সংখ্যা।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুন ১৫, ২০২১
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।