ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

দ্বিতীয় ডোজ টিকা নিয়েও করোনা আক্রান্ত হলেন কলারোয়ার ইউএনও 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, জুন ৮, ২০২১
দ্বিতীয় ডোজ টিকা নিয়েও করোনা আক্রান্ত হলেন কলারোয়ার ইউএনও  জুবায়ের হোসেন চৌধুরী।

সাতক্ষীরা: দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পরেও করোনা আক্রান্ত হয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

মঙ্গলবার (৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কলারোয়ায় করোনা সংক্রমণের হার বেড়েই চলেছে। নিয়ম মেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী দ্বিতীয় ডোজ টিকা নিলেও সম্প্রতি জ্বরে আক্রান্ত হলে তার নমুনা পরীক্ষা করা হয়। এতে তিনি করোনো পজিটিভ হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী বলেন, চার দিন আগে জ্বর হলে করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়েছিল। এতে পজিটিভ রিপোর্ট আসায় বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছি এবং অনলাইনে দাপ্তরিক কার্যক্রম চালাচ্ছি।  

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জুন ০৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।