ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সচিবালয় ক্লিনিকে টিকা নিলেন ১৬৭ কর্মকর্তা-কর্মচারী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
সচিবালয় ক্লিনিকে টিকা নিলেন ১৬৭ কর্মকর্তা-কর্মচারী

ঢাকা: প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ক্লিনিকে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন মন্ত্রী-সচিবসহ ১৬৭ জন। রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান এখানে টিকা নিয়েছেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে সচিবালয় ক্লিনিকে টিকা নেওয়ার কার্যক্রম শুরু হয়। চলে বিকেল ৩টা পর্যন্ত।

সকালের দিকে টিকা নেন বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান। দুপুরে ১টায় টিকা নেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী সাংবাদিকদের বলেন, প্রথম দিনে ২০০ জনের প্রত্যাশা করেছিলাম। এরমধ্যে টিকা নিয়েছেন মোট ১৬৭ জন। সচিবালয় ক্লিনিকে মোট ১২ দিন চলবে এ কার্যক্রম। সোমবার ৩০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রোববার সারাদেশের এক হাজার পাঁচটি কেন্দ্রে একযোগে আনুষ্ঠানিকভাবে টিকাদান কার্যক্রম শুরু হয়।
 
সকাল ১০টায় স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কার্যক্রমের উদ্বোধনের পর বিভিন্ন কেন্দ্রে টিকা নিয়েছেন বেশ কয়েকজন মন্ত্রী-সচিব। এরমধ্যে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক টিকা নেন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।