ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

দেশে অ্যাজমা আক্রান্ত মানুষ ১ কোটি ১০ লাখ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
দেশে অ্যাজমা আক্রান্ত মানুষ ১ কোটি ১০ লাখ  বিশ্ব ফুসফুস দিবসের উদ্বোধনী অনুষ্ঠান

ঢাকা: বাংলাদেশের মোট জনগোষ্ঠীর একটি বড় অংশ ফুসফুস রোগে আক্রান্ত। চল্লিশোর্ধ মানুষের মধ্যে শতকরা ২১ জন সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজে আক্রান্ত। এক কোটি ১০ লাখ মানুষ ভুগছে অ্যাজমায়। বিশ্বের সর্বোচ্চ যক্ষ্মা আক্রান্ত ২২টি দেশের মধ্যেও বাংলাদেশ অন্যতম।

এমন পরিস্থিতিতে বিশ্বের অন্য দেশের মতো নানা আয়োজনে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশেও পালিত হলো বিশ্ব ফুসফুস দিবস। ‘ফোরাম অব ইন্টারন্যাশনাল রেসপারেটরি সোসাইটি’ ২৫ সেপ্টেম্বর ফুসফুস দিবস ঘোষণা করে।

 

ফোরামের বাংলাদেশের সদস্য ‘বাংলাদেশ লাং ফাউন্ডেশন’ দিবসটি প্রতিবছর পালন করে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘বিশ্বব্যাপী ফুসফুসের সুস্বাস্থ্য নিশ্চিত করা’।
 
দিবসটি উপলক্ষে বাংলাদেশ লাং ফাউন্ডেশন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. রশিদুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ডা. আসিফ মুজতবা মাহমুদ। সঞ্চালনা করেন ডা. মোহাম্মদ আবদুস শাকুর।  

অনুষ্ঠানে দেশের সংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এরমধ্যে কবি ও সাহিত্যিক মাকিদ হায়দার, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ, অধ্যাপক ড. রহমত আলী, অধ্যাপক ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, সাঈদা ইসলাম, তানভিন সুইটি, দীপা খন্দকার, মৌ, সুজন, সংগীতশিল্পী চম্পা বণিক বক্তব্য রাখেন।  

বেলুন উড়িয়ে দিবসটির কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়। প্রকাশ করা হয় বায়ুদূষণ সংক্রান্ত একটি তথ্যচিত্র।   

বাংলাদেশ লাং ফাউন্ডেশনের তথ্যমতে, দেশের শীর্ষ পাঁচটি প্রাণঘাতী রোগের মধ্যে রয়েছে- সিওপিডি, নিউমোনিয়া, ডায়াবেটিস, হৃদরোগ এবং পক্ষাঘাত। অর্থাৎ, শীর্ষ পাঁচ রোগের মধ্যে প্রধান দু’টি রোগই হলো ফুসফুস সংক্রান্ত। বাংলাদেশের ফুসফুসের প্রধান রোগগুলোর মধ্যে রয়েছে সিওপিডি, অ্যাজমা, যক্ষ্মা, নিউমোনিয়া, আইএলডি, লাং ক্যানসার। ফুসফুস রোগের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে বায়ুদূষণ, ধূমপান, অতিরিক্ত জনসংখ্যা, দারিদ্র্য, সামাজিক সচেতনতার অভাব ইত্যাদি।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
এমএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।