ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউ’র নতুন প্রক্টর ডা. মোজাফফর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
বিএসএমএমইউ’র নতুন প্রক্টর ডা. মোজাফফর প্রক্টর ডা. সৈয়দ মোজাফফর আহমেদ

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন। 

সোমবার (২০ আগস্ট) বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া তার কার্যালয়ে অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদের হাতে এ সংক্রান্ত নিয়োগপত্র তুলে দেন।  

ডা. মোজাফফর আহমেদ ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত  বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

ডা. মোজাফফর ১৯৯৬ সালে তৎকালীন আপিজিএমঅ্যান্ডআর-এ মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন এবং ২০০১ সাল থেকে বিএসএমএমইউ’র সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা শুরু করেন।  

আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ান্স-এর সদস্য ডা. মোজাফফর রাজশাহী মেডিকেল কলেজ থেকে ১৯৮৮ সালে এমবিবিএস পাস করেন। তিনি ২০০১ সালে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) থেকে এফসিপিএস, ২০১১ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আমেরিকান ওয়ার্ল্ড  ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।  

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।