ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

পঞ্চগড়ে সিস্টিক হাইগ্রোমা আক্রান্ত শিশুর জন্ম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
পঞ্চগড়ে সিস্টিক হাইগ্রোমা আক্রান্ত শিশুর জন্ম সিস্টিক হাইগ্রোমা আক্রান্ত শিশুটি

পঞ্চগড়: পঞ্চগড়ে সিস্টিক হাইগ্রোমায় (মুখের সঙ্গে বাড়তি মাংসপেশী) আক্রান্ত একটি শিশুর জন্ম হয়েছে। রোববার (১১ মার্চ) দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ওই শিশুটির জন্ম হয়। শিশুটিকে এক পলক দেখতে হাসপাতালে ছুটে আসছেন অনেকেই।

চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত চিকিৎসা পেলে শিশুটি সম্পূর্ণ সুস্থ হতে পারে। তবে চিকিৎসার ব্যয় বহন করার মতো সামর্থ্য শিশুটির পরিবারের নেই বলে জানিয়েছেন শিশুটিকে দেখতে আসা প্রতিবেশীরা।

তারা বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান।

হাসপাতাল সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের মাধইপাড়া গ্রামের ভ্যানচালক শরিফুল ইসলামের স্ত্রী হালিমা খাতুন অস্ত্রপচারের মাধ্যমে ওই কন্যা সন্তান প্রসব করেন। এর আগেও হালিমা খাতুনের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

সিস্টিক হাইগ্রোমা আক্রান্ত শিশুটিপঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. আকরামুল হক রোগটি সম্পর্কে বলেন, সাধারণত নাসিকাতন্ত্রের ত্রুটির কারণে মুখের সঙ্গে মাংসপেশী বেড়ে গিয়ে এ রোগ হয়ে থাকে। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। আমরা ওই শিশুটির উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে ভর্তি করার পরামর্শ দিয়েছি। উন্নত চিকিৎসা পেলে এ রোগ থেকে শিশুটি সম্পূর্ণ সুস্থ হতে পারে।

এদিকে শিশুটি সিস্টিক হাইগ্রোমায় আক্রান্ত হওয়ায় হতাশ হয়ে পড়েছে তার পরিবার। শিশুটির বাবা ভ্যানচালক শরিফুল ইসলাম জানান, ভাল চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। আমি ভ্যান চালিয়ে সংসার চালাই, ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ দেই। আমি ওর চিকিৎসার টাকা কোথায় পাবো?

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।