ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ইন্টার্ন চিকিৎসক পরিষদে শ্রীকান্ত সভাপতি ও সুব্রত সা. সম্পাদক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
ইন্টার্ন চিকিৎসক পরিষদে শ্রীকান্ত সভাপতি ও সুব্রত সা. সম্পাদক

ঢাকা: ব্যাচ কে-৬৭ এর শ্রীকান্ত কর্মকারকে সভাপতি ও একই ব্যাচের সুব্রতনাথ পার্থকে সাধারণ সম্পাদক করে ঢাকা মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসক পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে ৭৪ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়।



শ্রীকান্ত কর্মকার বাংলানিউজকে জানান, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ক্যান্টিনে সিলেকশনের মাধ্যমে কমিটি নির্বাচন করা হয়েছে।

তিনি আরও বলেন, কমিটি গঠনের পর তারা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. ইকবাল আর্সনালের সঙ্গে দেখা করতে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেডিকেল কলেজ যান। ডা. ইকবাল আর্সনাল তাদের অভিনন্দন জানান।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এজেডএস/ওএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।