ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

অধিক প্লেন ভ্রমণে ঝুঁকি স্বাস্থ্য ও ভালোবাসায়!

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
অধিক প্লেন ভ্রমণে ঝুঁকি স্বাস্থ্য ও ভালোবাসায়! ছবি: সংগৃহীত

ঢাকা: ভ্রমণ, শব্দটি কম-বেশি সবাইকে পুলকিত করে। কিন্তু এর বেশ কিছু খারাপ দিক রয়েছে, যা ভ্রমণ পিপাসুরা হয়তো কখনোই বুঝতে পারেন না।

তাদের জন্য বিষয়গুলো সামনে এনেছেন একদল গবেষক।

গবেষণার ফলাফলে বলা হচ্ছে, যারা বেশি প্লেন ভ্রমণ করেন তারা স্বাস্থ্যহানিসহ নানাবিধ শারীরিক সমস্যায় ভোগেন। শুধু তাই নয়, ভ্রমণের কারণে ঘরের বাইরে থাকা এসব মানুষগুলো দিনে দিনে পরিবারের সঙ্গেও সর্ম্পক কমতে থাকে।

গবেষকরা বলছেন, নিয়মিত প্লেন ভ্রমণের কারণে আপনার শুধু স্বাস্থ্যহানিই হচ্ছে না, হারাচ্ছেন ভালোবাসার মানুষের আনুগত্যও।
 
ব্রিটেনের ইউনির্ভাসিটি অব সুরি’র ড. স্কট কোহেন এক বিবৃতিতে বলেন, চাকচিক্যে পরিপূর্ণ এক ভদ্রলোক ল্যাপটপ নিয়ে চামড়ার চেয়ারে বসে আছেন। সামনে পছন্দের খাবার। টেলিভিশনে প্লেন ভ্রমণের এমন বিজ্ঞাপন আমরা হরহামেশাই দেখে থাকি।

কিন্তু এর কিছু ‘নেতিবাচক’ দিক রয়েছে, যা আমাদের সমাজ ও গণমাধ্যম এড়িয়ে যায়। এ ধরনের জীবন-যাপনকে গবেষকরা ‘হাইয়ার সেসাইটি স্ট্যাটাস’ বলেও মনে করেন।

ড. কোহেন লেখেন, ঘন ঘন প্লেন ভ্রমণের কারণে অপর্যাপ্ত ঘুম আমাদের জিনের মধ্যে পরিবতর্ন ঘটায়। এ পরিবর্তন আমাদের শারীরিক, মানসিক ও সামাজিক জীবনে দীর্ঘমেয়াদে প্রভাব ফেলে, যা পারিবারিক সম্পর্কেও ছড়িয়ে পড়ে।

বাস্তবতা এই, নিয়মিত প্লেন ভ্রমণকারীরা মানসিক চাপ, একাকিত্ব ও দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে ভোগেন। আর এ ধরনের সমস্যা অন্য সমস্যাগুলোকে ত্বরান্বিত করে।

তবে এ বিষয়ে বিস্তারিত গবেষণা ও আলোচনার কথাও বলেছেন এ গবেষক।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
জেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।