ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

স্বাস্থ্য

গোপালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
গোপালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুরে স্বেচ্ছাসেবী সংগঠন বিকিরণ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মেডিকেল ক্যাম্পে সাতজন অভিজ্ঞ চিকিৎসক বিনামূল্যে চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র দিয়েছেন।

গোপালপুর পৌর শহরের মেহেরুন্নেসা মহিলা কলেজে শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চিকিৎসকরা সেবাদান করেছেন।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডা. ফাতেমাতুল জান্নাত, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডা. এস এম শহিদুজ্জামান সুমন, গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্রিতম সরকার, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মো. সাখাওয়াত হোসেন তালুকদার, শহীদ মনসুর আলী কলেজ হাসপাতাল, ঢাকার ডা. আসলামুল ইসলাম রুদ্র, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ডা. সজীব সাহা, কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. শুভ বসাক।

এ সময় উপস্থিত ছিলেন বিকিরণ সেবা ফাউন্ডেশনের সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক শাহজালাল রনি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. রফিকুল ইসলাম, মো. হাবিবুর রহমান, আশরাফুল আলম সোহেল, মোহাম্মদ জুয়েল, মো. শামসুল হক, রিয়াদ হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।