ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গুতে বরিশালে আরও দুজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
ডেঙ্গুতে বরিশালে আরও দুজনের মৃত্যু

বরিশাল: গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত পুরো বিভাগে মোট ৪৪ জনের প্রাণ গেল।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত আরও ৮৮ জন বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ নিয়ে বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৩৩৩ জনে।

সোমবার (১১ নভেম্বর) বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনশি গ্রামের আইয়ুব আলী (৭৫) ও বরগুনার পাথরঘাটা উপজেলার শাহজালাল (৪৫) নামে দুজনের মৃত্যু হয়েছে।

তারা দুজনই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৮৮ ডেঙ্গুরোগীর মধ্যে ১২ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ছয়জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।  
 
এ ছাড়া ডেঙ্গুর চিকিৎসা নিতে গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে ২৩ জন এবং পটুয়াখালীতে ছয়জন, ভোলায় পাঁচজন, পিরোজপুরে ১৩ জন, বরগুনায় ২০ জন ও ঝালকাঠিতে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।  

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ছয় হাজার ৩৮৫ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয় হাজার আটজন।

চলতি বছর পুরো বিভাগে ৪৪ ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ ৩৪ জনের মৃত্যু হয়েছে। পিরোজপুরে তিনজন, বরগুনায় তিনজন, ভোলায় দুজন, পটুয়াখালীতে একজন এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বাংলানিউজকে বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এমএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।