ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গু: মমেকে নারীসহ ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
ডেঙ্গু: মমেকে নারীসহ ২ জনের মৃত্যু প্রতীকী ছবি

ময়মনসিংহ: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৩৯ জন ডেঙ্গু রোগী।

 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে মমেক হাসপাতালের ডেঙ্গু ফোকাল ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।  

মৃতরা হলেন- গাজীপু জেলার শ্রীপুর উপজেলার উদয়খালী এলাকার মঈজ উদ্দিনের মেয়ে সাজেদা খাতুন (৪৫) ও টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার শংকরপুর এলাকার আ. রহমানের আব্দুস সাত্তার (৫০)।  

ডা. মুন আরও জানান, মৃত সাজেদা খাতুন গত ২৭ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর বুধবার (৩০ অক্টোবর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ডেঙ্গু জ্বর ছাড়াও ফুসফুসের ইনফেকশন রোগে ভুগছিলেন।  

অপরদিকে, আ. সাত্তার গতকাল হাসপাতালে ভর্তি হয়ে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনিও ডেঙ্গু জ্বরের পাশাপাশি কিডনির রোগে ভুগছিলেন।  

তিনি আরও বলেন, হাসপাতালে মোট ৩৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে পুরুষ ৩৩ জন, পাঁচজন নারী ও একজন শিশু রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ভর্তি ২১ জন আর ছুটি নিয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।