ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

স্বাস্থ্য

কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার তাগিদ

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার তাগিদ

ঢাকা: কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দেশে বর্তমানে তিন কোটিরও বেশি মানুষের মানসিক স্বাস্থ্যসেবা প্রয়োজন।

বুধবার (০৯ অক্টোবর) রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব তথ্য তুলে ধরেন।  

আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য- কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য, অগ্রাধিকার দেওয়ার সময় এখনই।

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির মহাসচিব মো. শামসুদ্দীন ইলিয়াস। এ ছাড়া বক্তব্য দেন আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের কাউন্সেলর ফাতেমা তাশরিন মিতু ও মাহমুদা আলম।

বক্তারা বলেন, কর্মক্ষেত্র ও মানসিক স্বাস্থ্য এ দুটি বিষয় ঘনিষ্ঠভাবে জড়িত। সহযোগিতামূলক কর্ম-পরিবেশ, কাজের উদ্দেশ্য ও দৃঢ়তা- এসব কাজের গতি বাড়ায়। কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের জন্য বিভিন্ন ঝুঁকি রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, শুধুমাত্র হতাশা ও উদ্বেগের কারণে প্রতি বছর প্রায় এক হাজার ২০০ কোটি কর্মদিবস নষ্ট হয়।  

তারা বলেন, কর্মক্ষেত্রে মানসিক চাপ বুঝতে এবং তা মোকাবিলায় ব্যবস্থাপকদের প্রশিক্ষণ দেওয়া উচিত। এ ছাড়া কর্মক্ষেত্রে সুস্থ কর্ম-পরিবেশ তৈরি, মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা, পর্যাপ্ত বিরতি ও বিশ্রাম নিশ্চিত করা, অফিস সময়ের মধ্যেই কাজ শেষ করার চর্চা, মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন এবং মানসিক স্বাস্থ্যসেবা কর্মসূচি চালু করার মাধ্যমে আমরা মনের যত্ম নিতে পারি।

বক্তারা আরও বলেন, মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে  যারা স্বাস্থ্যসেবা দেন, তারা বেশি ঝুঁকিতে থাকেন। এজন্য কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যসেবার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারলে কাজের মান বাড়বে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৪
এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।